টাকি গার্লস বিদ্যালয়ে ক্ষুদে পড়ুয়াদের পরিবেশ নিয়ে পদযাত্রা
পারিজাত মোল্লা ,
‘দূষণমুক্ত পরিবেশ গড়তে চায় ওরা।ওরা চায় পৃথিবী হোক আরও সবুজ’।হ্যাঁ, নির্মল বিদ্যালয় অভিযান কর্মসূচিতে ক্ষুদে পড়ুয়াদের পদযাত্রা বের হলো শিয়ালদহ স্টেশন চত্বর এলাকায়। শনিবার সকালে টাকি গার্লস প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক ক্ষুদে পড়ুয়া বিভিন্ন জনসচেতনতামূলক পোস্টার – ফেস্টুন নিয়ে হাঁটলো বিদ্যালয় সংলগ্ন বিভিন্ন পথ।সংশ্লিষ্ট বিদ্যালয়ের সিংহভাগ শিক্ষিকা এবং অভিভাবকরা পদযাত্রায় অংশগ্রহণ করেন এই কর্মসূচিতে। ‘জল অপচয় রোধ করা, বৃষ্টির জল সংরক্ষণ, হাত ধোওয়ার নিয়ম, জমা জল দীর্ঘদিন না রাখা, বনসৃজন বৃদ্ধি, প্লাস্টিকের ব্যবহার কমিয়ে দেওয়া ‘ প্রভৃতি জনহিতকর বার্তা গুলি ছিল পড়ুয়াদের হাতে। টাকি গার্লস প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুনীতা দাশগুপ্ত জানান -” বিদ্যালয়ের দেওয়াল লিখনে এই ধরনের বার্তা যেমন দেওয়া রয়েছে। ঠিক তেমনি প্রতিদিন প্রার্থনার সময় নির্মলতার বার্তা দেওয়া হয় পড়ুয়াদের কে”। এদিন কর্মসূচি শেষে অভিভাবকদের স্কুলের ভেতর মাঠে দূষণমুক্ত পরিবেশ গড়ার অঙ্গিকারবদ্ধ করা হয়। জানা গেছে, কয়েক দিনের মধ্যে ছবি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেখানে নির্মল পরিবেশ কে অগ্রাধিকার দেওয়া হয়েছে।