ব্লক তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা জ্ঞাপন রাইপুরে।
সাধন মন্ডল বাঁকুড়া:-সম্প্রতি তৃণমূল কংগ্রেসের রাজ্য দপ্তর থেকে ব্লক কমিটি গুলি ঢেলে সাজানো হয়েছে। রাইপুর ব্লকের সভাপতি হিসেবে রয়েছেন দীর্ঘদিনের লড়াকু নেতৃত্ব জাতীয় শিক্ষক জগবন্ধু মাহাত। সহ-সভাপতি শান্তি নাথ মন্ডল, যুব সভাপতি সনৎ দাস ।সহ যুব সভাপতি শুভদীপ মন্ডল ও অর্ণব লাহা মহিলা সভাপতি সুস্মিতা টুডু । সহ-সভাপতি প্রতিমা বেরা। আইএনটিটিইউসি সভাপতি মান সিং মাহাতো।। আজ রাইপুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে নবনির্বাচিত কমিটিকে সম্মাননা জানানো হয়। সম্মাননা জানানোর উদ্যোগ নেন বিশিষ্ট সমাজসেবী গনেশ মহাত। উপস্থিত ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক মৃত্যু ঞ্জয় মুর্মু ও দলীয় কর্মীবৃন্দ।