রিলায়েন্স ডিজিটাল-এর নতুন স্টোর এখন চাকদহে ভারতের বৃহত্তম ইলেকট্রনিক্স রিটেইলার এখন খোলা হলো — সি.বি. রোড, রেমন্ড শপ-এর পাশে, চাকদহ, লালপুর, নদিয়া, ৭৪১২২২, পশ্চিমবঙ্গ।
বিশেষ উদ্বোধনী অফার এবং সর্বাধুনিক প্রযুক্তির সর্বাধিক সংগ্রহ নিয়ে, ক্রেতারা এখানে পাবেন এক নতুন মাত্রার শপিং অভিজ্ঞতা।
রিলায়েন্স ডিজিটাল গ্র্যান্ড লঞ্চ – ২১ সেপ্টেম্বর ২০২৫ রিলায়েন্স ডিজিটাল তার নতুন স্টোর উদ্বোধন করেছে চাকদহে — সি.বি. রোড, রেমন্ড শপ-এর পাশে, চাকদহ, লালপুর, নদিয়া, ৭৪১২২২, পশ্চিমবঙ্গ। ৭,৬১৮ বর্গফুট জুড়ে বিস্তৃত এই টেক ডেস্টিনেশন-এ রয়েছে সর্বশেষ ইলেকট্রনিক্স পণ্যের সবচেয়ে বড় সংগ্রহ, সেরা দামে। সঙ্গে রয়েছে ইন-স্টোর সহায়তার জন্য এক্সপার্ট টেক স্কোয়াড এবং রিলায়েন্স resQ সার্ভিস এক্সপার্টরা, যারা ক্রয়ের পর ইলেকট্রনিক্স পণ্যের যত্নে নিবেদিত। দ্রুততম ডেলিভারি ও ইনস্টলেশনের মাধ্যমে গ্রাহকরা তাদের পছন্দের প্রযুক্তি পণ্য হাতে পাবেন বিনা বিলম্বে।
গ্রাহকরা এখানে উপভোগ করতে পারবেন শীর্ষস্থানীয় ব্যাংক কার্ডে সর্বোচ্চ ১০% ক্যাশব্যাক এবং আকর্ষণীয় আর্লি বার্ড অফার। রিলায়েন্স ডিজিটাল ৫০০-রও বেশি আন্তর্জাতিক ও দেশীয় ব্র্যান্ডের ২,০০০-রও বেশি পণ্য অফার করে। এর মধ্যে রয়েছে কনজিউমার ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্সের পূর্ণ সংগ্রহ — সর্বশেষ স্মার্টফোন, স্মার্ট টিভি, ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর, হোম থিয়েটার, ডিজিটাল ক্যামেরা, ল্যাপটপ, অ্যাক্সেসরিজ এবং অন্যান্য ছোট ইলেকট্রনিক্স সামগ্রী।
“Personalising Technology” এই মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে, রিলায়েন্স ডিজিটাল গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে প্রযুক্তির বিস্তৃত জগৎ নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ। একাধিক ফাইন্যান্স অপশন, যেমন ইজি ইএমআই সহ, ইলেকট্রনিক্সে অপ্রতিদ্বন্দ্বী অফার দিয়ে রিলায়েন্স ডিজিটাল প্রত্যেক গ্রাহককে তাদের জীবনধারার সঙ্গে মানানসই সেরা প্রযুক্তি খুঁজে পেতে সহায়তা করে।
রিলায়েন্স ডিজিটাল সম্পর্কে রিলায়েন্স ডিজিটাল ভারতের বৃহত্তম ইলেকট্রনিক্স রিটেইলার, যার উপস্থিতি রয়েছে ৮০০-রও বেশি শহরে — ৬১০+ বড় ফরম্যাটের রিলায়েন্স ডিজিটাল স্টোর এবং ১৮০০+ মাই জিও স্টোরের মাধ্যমে। দেশের প্রতিটি প্রান্তে সর্বশেষ প্রযুক্তি পৌঁছে দেওয়াই এর লক্ষ্য। ৩০০-রও বেশি আন্তর্জাতিক ও দেশীয় ব্র্যান্ড এবং ৫,০০০-রও বেশি পণ্যের সেরা দামের সংগ্রহ নিয়ে, রিলায়েন্স ডিজিটাল গ্রাহকদের জীবনধারার সঙ্গে মানানসই সঠিক প্রযুক্তি সমাধান খুঁজে পেতে সহায়তা করে। প্রতিটি স্টোরে প্রশিক্ষিত ও অভিজ্ঞ কর্মীরা পণ্যের প্রতিটি বিষয়ে গ্রাহকদের পরামর্শ দিতে সদা প্রস্তুত।
সবচেয়ে গুরুত্বপূর্ণ, রিলায়েন্স ডিজিটাল তার সব পণ্যের জন্য বিক্রয়োত্তর সেবা প্রদান করে। রিলায়েন্স resQ — রিটেইলারের সার্ভিস শাখা এবং ভারতের একমাত্র ISO-9001 সার্টিফায়েড ইলেকট্রনিক্স সার্ভিস ব্র্যান্ড — সপ্তাহজুড়ে সাপোর্ট প্রদান করে এবং সম্পূর্ণ সমাধান দিতে প্রস্তুত।
সহজ ক্রয়ের জন্য, গ্রাহকরা যেকোনো রিলায়েন্স ডিজিটাল স্টোরে যেতে পারেন অথবা ভিজিট করতে পারেন www.reliancedigital.in, যেখানে রয়েছে ইনস্টা ডেলিভারি (৩ ঘণ্টার মধ্যে ডেলিভারি) এবং নিকটবর্তী স্টোর থেকে পিক-আপের সুবিধা। বিস্তারিত জানতে ভিজিট করুন www.reliancedigital.in।