‘ভোট চোর গদি ছোড়’ স্লোগানে সাইকেল যাত্রা
সেখ সামসুদ্দিন, ২২ সেপ্টেম্বরঃ ‘ভোট চোর গদি ছোড়’ স্লোগানে জাতীয় কংগ্রেস শ্রমিক সংগঠনের পূর্ব বর্ধমান জেলা সভাপতি গৌরব সমাদ্দারের নেতৃত্বে ট্যাবলো সহ সাইকেল যাত্রা বর্ধমান থেকে শুরু করে সমগ্র জেলা পরিক্রমা করে বর্ধমান কার্জন গেটে শেষ করবে। বর্ধমান সদর দক্ষিণের ব্লকগুলো ঘুরে জামালপুর হয়ে মেমারি পৌঁছায় বেলা ১১ টা নাগাদ। মেমারি শহরের ভিতর দিয়ে ঘুরে সাতগাছিয়ার দিকে এগিয়ে যায়। গৌরব সমাদ্দার জানান রাহুল গান্ধী প্রমাণ করে দিয়েছে ভোট চোর কেন্দ্রীয় সরকারের প্রধান মন্ত্রী এবং রাহুল গান্ধী বিভিন্ন রাজ্যে ভোট অধিকার যাত্রা করছেন। পূর্ব বর্ধমানে তারাও সাইকেল যাত্রার মাধ্যমে জেলার মানুষের কাছে বার্তা দিতে জেলা পরিক্রমা শুরু করেছেন। যেখানেই যাচ্ছেন এলাকার মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছেন।