আমি তো আমিই
গোপা মল্লিক (কলকাতা)
সবাই তোমার মত না আবার তুমিও তাঁদের মত না তাই কারোর থেকে কিছু আসা করা উচিত নয় যদি আসা করো তবে জেনে রেখো তোমাকে দুঃখ পেতেই হবে।
জীবনে সেই সব মানুষকে গুরুত্ব দিওনা যারা তোমায় কোনদিনই গুরুত্ব দেয়না। জীবনে তাদের গুরুত্ব দাও যারা তোমার জন্য ভাবে তোমার সুখে দুঃখে পাশে দাঁড়ায়।
জীবনে খুঁত ধরা মানুষগুলোর থেকে সবসময় দূরে থাকা উচিত নয়তো তোমার জীবনকে উইপোকার মত ঝাঁঝরা করে দিতে পারে।
খুঁত ধরতে হলে তুমি নিজের খুঁত নিজে ধরো তাতে তোমার মনসংযোগ, অধ্যাবসায়, মানসিকতা তোমার শিক্ষা দীক্ষা রুচির পরিবর্তন হবে।
যদিও পুঁথিগত বিদ্যা বা ডিগ্রি অর্জন করা যায় বিদ্যালয় বা কলেজ থেকে কিন্তু আসল শিক্ষা (বিবেক, বোধ, মানবিকতা) আসে পরিবার থেকে।
জীবনে কাউকে মাথায় তুলোনা বলোনা আমি তোমাকে খুব ভালোবাসি তুমি পাশে না থাকলে আমার জীবন বড় অসহায় তুমি পাশে থাকলে আমি ধন্য হয়ে যাবো।
একবার বলে দ্যেখো দেখবে তোমাকে মাড়িয়ে দিয়ে চলে গেছে।
এই কথাগুলো বললাম আমার জীবন বোধ থেকে।
তাই আমি আমার মত বাঁচি। আমার যা ইচ্ছে করে আমি তাই করি।আমি কখন কবিতা লিখি কখন গল্প লিখি, কখন গান গাই কখন আবৃত্তি করি কখন শ্রুতিনাটক করি আবার এখন AI দিয়ে ছবিও তৈরী করি।
জীবনে অনেক মানুষকেই (সে আত্মীয় হোক আর বন্ধুই হোক) পায়োরিটি দিয়েছিলাম কিন্তু তারা আমাকে পাউরুটি করে ছেড়ে দিয়েছে। তাই আমি বাঁচি আমার স্বমহিমায়।
আর যতদিন বাঁচবো আমি আমার মতনই বাঁচবো তাতে আমার পিছনে কে কি বলল আমি আর পরোয়া করি না।
এই বেশ ভালো আছি।