সংবাদ দর্পণ আগমনী সন্ধ্যা
নিজস্ব প্রতিনিধি : গত ১৮ সেপ্টেম্বর রামমোহন লাইব্রেরী প্রেক্ষাগৃহে সংবাদ দর্পণ প্রকাশনীর আয়োজিত সংবাদ দর্পণ আগমনী সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্তোত্র পাঠ করেন দেবাঞ্জন মুখোপাধ্যায়, আগমনী সংগীত পরিবেশন করেন কাজরী চট্টোপাধ্যায় ।
ব্রতচারী কেন্দ্রীয় নায়ক মন্ডলীর
২৬ জনের একটি দল ব্রতচারী প্রদর্শন করেন।লুপ্তপ্রায় এক অসাধারন নিদর্শন কে তুলে ধরে সংবাদ দর্পণ আগমনী সন্ধ্যায়।
“শারদীয়া সংবাদ দর্পণ ১৪৩২” বইটির আত্মপ্রকাশ হয়।
বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবাদ দর্পণের চেয়ারপার্সন শিবানী দত্ত, সম্পাদক সৌরভ দত্ত, সাহিত্যিক শিব শংকর বকসী, জাগলার মৌসুমী মিত্র মজুমদার, সাহিত্যিক ডঃ সিরাজুল ইসলাম ঢালি, হ্যান্ডসেডগ্রাফার অমর সেন, সাংবাদিক অপূর্ব দাস, অভিনেত্রী ইন্দ্রানী গুপ্ত, সোমনাথ ভদ্র, সাহিত্যিক তীর্থ মিত্র, চিত্রগ্রাহক মতিলাল মন্ডল, সাহিত্যিক শ্যামসুন্দর গুই। বিশিষ্ট ব্যক্তিদের হাতে স্মারক তুলে দেন সৌরাশীষ দত্ত।
সুব্রত পালের পরিচালনায় অঞ্জনা আর্ট একাডেমির ছাত্র-ছাত্রীবৃন্দ চিত্রাঙ্কন, স্তোত্রপাঠ, গান এবং নৃত্যের মাধ্যমে উপস্থাপন করে “নবরূপে নবদুর্গা”।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জাগলার অভয় মিত্র-র কন্যা মৌসুমী মিত্র মজুমদার অসাধারণ জাগলিং প্রদর্শন করেন। সমগ্র অনুষ্ঠানটি সর্বাঙ্গীনভাবে সুন্দর হয়ে উঠে সীমন্তিকা ভট্টাচার্য ও দেবাঞ্জন মুখোপাধ্যায় সঞ্চালনায়।