মাশরুম চাষের প্রশিক্ষণ
সেখ রাজু,
পূর্ব বর্ধমানের মঙ্গলকোট কৃষি দপ্তর আতমা প্রকল্পের উদ্যোগে আর.পি.এল বেস্ট কৃষকদের ট্রেনিং মিটিং এর আয়োজন করা হয় কৃষি দপ্তর চত্বরে । মাশরুম চাষ সম্পর্কিত হাতে কলমে শিক্ষাদানের পাশাপাশি ছাগল পালন, হাঁস-মুরগি সহ মৎস্য চাষ সম্পর্কিত বিস্তারিত বিষয়ক তথ্য তুলে ধরেন মঙ্গলকোট ব্লক কৃষি আধিকারিক তথাগত নাথ, বিএলডিও সুব্রত সরকার, পশু চিকিৎসক ভুবন মোহন দেওয়াসি । মঙ্গলকোট এলাকার কৃষকদের শুধুমাত্র ধান চাষের মধ্যে সীমাবদ্ধ না রেখে অন্যান্য দপ্তরকে কৃষি দপ্তরের সঙ্গে সংযুক্তি করনের মাধ্যমে এলাকার মহিলারাও যাতে কৃষি কাজের পাশাপাশি পশু পালনে এগিয়ে আসে সে বিষয়ে সরাসরি মাঠে নামেন কৃষি অধিকারীক তথাগত নাথ । মঙ্গলকোট ব্লকে কৃষিতে নতুন জোয়ার আসুক সেই উদ্দেশ্যে তথাগত বাবুর পাশে দাঁড়ান মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তনা গোস্বামী, কৃষি কর্মাধ্যক্ষ ইব্রাহিম খান, সহকারী প্রযুক্তি ব্যবস্থাপক তন্ময় চক্রবর্তী, প্রদীপ্ত কুমার হাজরা, সুমন রায় চৌধুরী সহ প্রমুখরা । পুঁথিগত আলোচনার পাশাপাশি সরাসরি মাশরুম চাষের প্রশিক্ষণ গ্রহণ করেন মহিলারা ।