সিউড়ি হোমে মহিলাদের বস্ত্র বিতরণ, স্বেচ্ছাসেবী সংস্থার
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। দিন কয়েক পরেই অনুষ্ঠিত হবে। তার আগে চারিদিকে প্রতিমা তৈরি থেকে শুরু করে মন্ডপ তৈরির কাজে ব্যস্ত। পাশাপাশি নতুন বস্ত্র কেনাকাটায় বাজারে ভীড় লক্ষনীয়। কিন্তু অসহায়, ভবঘুরে হিসেবে হোমে থাকা মহিলাদের মধ্যে আনন্দের কি ভাটা পড়বে পুজোর আনন্দ থেকে। সেই কথা মাথায় রেখে সিউড়ি শহরের বন্ধু ফাউন্ডেশন নায়ক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে মঙ্গলবার সিউড়ির আশা শক্তি সদন হোমে থাকা সমস্ত মহিলাদের
হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।পুজোর আনন্দ ভাগ করতেই এরূপ কর্মসূচি বলে এক সাক্ষাৎকারে বলেন বন্ধু ফাউন্ডেশন এর কর্ণধার সেখ জিয়ারুল।