দুর্গোৎসবের প্রাক্কালে রক্তের সংকট মোচনে স্বেচ্ছায় রক্তদান ও আনন্দদানে বস্ত্রদান শিবির,লোকপুরের নওপাড়ায়

Spread the love

দুর্গোৎসবের প্রাক্কালে রক্তের সংকট মোচনে স্বেচ্ছায় রক্তদান ও আনন্দদানে বস্ত্রদান শিবির,লোকপুরের নওপাড়ায়

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
রক্তদান জীবনদান।আপনার একফোঁটা রক্ত একটা মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে পারে।আসুন আমরা সমাজের সকলস্তরের মানুষ মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে স্বেচ্ছায় রক্তদান করি। বিশেষ করে দুর্গোৎসবের প্রাক্কালে সবাই যখন পুজোর মধ্যে ব্যস্ত হয়ে পড়ে তখন জেলার ব্লাড ব্যাংকের মধ্যে রক্তের ঘাটতি দেখা দেয়। সেই কথা মাথায় রেখে শুক্রবার লোকপুর থানার নওপাড়া যুবক বৃন্দের উদ্যোগে স্থানীয় সদ্ভাব মন্ডপে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তদান কর্মসূচিতে মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।পাশাপাশি দুর্গোৎসবের আনন্দে সামিল হতেই স্থানীয় অসহায় ব্যাক্তিদের নতুন বস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। শিবিরে পুরুষ মহিলা মিলিয়ে মোট ৩১ জন রক্তদাতা রক্তদান করেন।সকলের হাতে শংসাপত্র প্রদান করা হয়।আয়োজকেরা মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সকলস্তরের মানুষদের কাছে আবেদন করেন সকলে কাঁধে কাঁধ মিলিয়ে স্বেচ্ছায় রক্তদান করি। শিবির পরিদর্শনে ছিলেন লোকপুর থানার ওসি সায়ন্তন ব্যানার্জি, এএসআই প্রশান্ত রায়, নাকড়াকোন্দা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ লুৎফর রহমান, সদস্য সেখ তফেজুল হোসেন, স্থানীয় মসজিদ, মাদ্রাসার ইমাম ও গ্রামের হাজী সাহেব সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ। একান্ত সাক্ষাৎকারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন যুবক বৃন্দের মধ্যে সেখ লুৎফর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *