শ্রীখন্ডে ‘স্বচ্ছতা হি সেবা ২০২৫’

Spread the love

মেরা যুবা ভারত, বর্ধমানের উদ্যোগ ও শ্রীখন্ড জনস্বাস্থ্য সমিতির সহযোগিতায় অনুষ্ঠিত হয় “স্বচ্ছতা হি সেবা ২০২৫” । সমিতির সভাগৃহে অনুষ্ঠানে শুভ সূচনা করেন সমিতির সভাপতি অমিয় রঞ্জন দে। এরপর সমিতির যুবা সদস্য সদস্যরা মিলে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ করে এবং স্থানীয়দের সঙ্গে নিয়ে এলাকার পুকুরঘাট, কলতলা ইত্যাদি পরিস্কার করে। সমিতির সম্পাদক অনুপম ঠাকুর জানান যে, আবহাওয়া পরিবর্তনের এই সময় পতঙ্গ বাহিত রোগের প্রভাব বেড়েছে তাই পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে সমিতির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রসঙ্গত শ্রীখন্ড জনস্বাস্থ্য সমিতি সারা বছরই এই ধরনের সমাজকল্যাণ মূলক কার্যক্রম করে থাকে। সমিতি এছাড়াও এলাকার শিশু কিশোরদের শারীরিক এবং মানসিক বিকাশের অগ্রণী ভূমিকা গ্রহণ করে থাকে। শারদ উৎসবের শুরুতেই এই পরিচ্ছন্নতার উৎসব বিভিন্ন মহলে বেশ প্রশংসনীয় হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *