পুজোয় আইনী সচেতনা শিবির হাওড়ায়
পারিজাত মোল্লা,
হাওড়া শহরের কদমতলায় দুর্গাপূজা উপলক্ষে বিনামূল্যে আইনি সহায়তার জন্য একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল।সচেতনতা শিবিরটি উদ্বোধন করেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর সচিব শ্রীমতি আর্শিয়া মুস্তাক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া ট্রাফিক ডিসিপি শ্রীমতী সুজাতা কুমার,’সংকল্প টুডে’র সম্পাদক ইমতিয়াজ আহমেদ প্রমুখ । এই শিবির টি শারদীয় পুজোয় আগত দর্শনার্থীদের আইনী সচেতনতার জন্য নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাওড়া জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষ এর অফিস মাস্টার শ্রী প্রসেনজিৎ ভট্টাচার্য।