মাকে মারছে সম্পর্কের এক দাদা, মাকে বাঁচাতে গিয়ে খুন হল ছেলে, ঘটনায় মঙ্গলকোটের ঝিলু গ্রামে ব্যাপক চাঞ্চল্য।
মৃতদেহ গ্রামে আসতেই শোকের ছায়া।
গতকাল মঙ্গলকোটের ঝিলু গ্রামে পারিবারিক অশান্তির জেরে টপেজ শেখ মারধর করে রিজিয়া বিবিকে।
রিজিয়া বিবিকে বাঁচাতে গিয়ে মার খায় নাজিফা খাতুন নাসিমা খাতুন আব্বাস শেখ ও ইসরাইল শেখ।
ইসরাইল শেখের বয়স মাত্র ১৪ বছর। তার অবস্থা খুবই খারাপ ছিল ।
প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় মঙ্গলকোট ব্লক হসপিটালে, পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধ্যার দিকে নিয়ে যাওয়া হয় কলকাতায়।
গভীর রাত্রে সে মারা যায়।
আজ তার মৃতদেহ গ্রামে আসতেই শোকের ছায়া।
জানা গেছে পারিবারিক অশান্তির জেরে এই মারপিটের ঘটনা।
ইতিমধ্যে টপেজ শেখ কে গ্রেপ্তার করেছে মঙ্গলকোট থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে অভিযোগ পাওয়া গেছে সমগ্র ঘটনা তদন্ত চলছে।
বর্তমানে গোটা গ্রাম থমথমে।
আর যাতে কোন অশান্তি না ঘটে বিশাল পুলিশ বাহিনী রয়েছে গ্রামে।
মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।