মানসিক স্বাস্থ্য নিয়ে কর্মসূচি নিচ্ছে এনআরএস
পারিজাত মোল্লা,
আগামী ১০ অক্টোবর কলকাতার এনআরএস হাসপাতালের মানসিক বিভাগ কর্তৃপক্ষ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে এক জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে । হাসপাতালে প্রতিটি ডিসপ্লে বোর্ডে তথ্যচিত্র প্রদর্শন করার পাশাপাশি হাসপাতাল চত্বরের মঞ্চে সচেতনতামূলক নাটকে অংশগ্রহণ করবেন চিকিৎসক ও ডাক্তারি পড়ুয়ারা। প্রায় পরিবারে কেউ না কেউ মানসিক রোগে আক্রান্ত হন। সেখানে যথাযথ চিকিৎসা না হওয়ায় অনেকেই সামাজিক ঘৃণার শিকার হয়ে থাকেন।তাই মানসিক রোগ অন্যান্য রোগের মতনই সাধারণ বিষয় তা জনসাধারণ কে অবগত করবার জন্য এই সচেতনতা মূলক কর্মসূচি গ্রহণ করেছে এনআরএস হাসপাতালের মানসিক বিভাগ কর্তৃপক্ষ বলে জানা গেছে।