বাঁকুড়া গান্ধী বিচার পরিষদে ১৫৭ তম গান্ধী জয়ন্তী উদযাপন ।

Spread the love

বাঁকুড়া গান্ধী বিচার পরিষদে ১৫৭ তম গান্ধী জয়ন্তী উদযাপন ।


সাধন মন্ডল বাঁকুড়া:– সারা দেশের সঙ্গে বাঁকুড়া জেলাতে যথাযোগ্য মর্যাদার সঙ্গে ২রা অক্টোবর ২০২৫ মেরা যুব ভারতের পরিচালনায় এবং গান্ধী বিচার পরিষদের ব্যবস্থাপনায় এবং উদ্যোগে ১৫৭তম গান্ধী জয়ন্তী উদযাপিত হয়। এদিন বিকেল চারটায় গান্ধী বিচার পরিষদের প্রাঙ্গণে গান্ধীজীর প্রতিকৃতিতে মাল্য দানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পরিষদের কর্মীবৃন্দ সমবেত রামধুন পরিবেশন করেন। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণ প্রদীপ প্রজ্বলন করেন। আজকের এই দিনটি তাৎপর্য সম্পর্কে সংক্ষিপ্ত স্বাগত ভাষণ দেন গান্ধী বিচার পরিষদের সম্পাদক শ্রী কল্যাণ রায়।। বিশিষ্ট চিন্তাবিদ ও লেখক শ্রী শক্তি চট্টোপাধ্যায় গীতা পাঠ করেন। গান্ধীজীর জীবন ও কর্মধারা সম্পর্কে মনোজ্ঞ বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী এবং চিকিৎসক ডাঃ অমিতাভ চট্টরাজ। তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন বাঁকুড়া চার্চের রেভারেন্ড শুভেন্দু সরেন। এছাড়াও প্রাসঙ্গিক বক্তব্য রাখেন প্রাক্তন পৌর প্রধান তথা কাউন্সিলর মহাপ্রসাদ সেনগুপ্ত মহাশয়। সংগীত পরিবেশন করেন প্রাক্তন প্রধান শিক্ষিকা শ্রীমতি করবী চ্যাটার্জী ও প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী আশীষ পাত্র। কবিতা পাঠ করেন শ্রী আতঙ্ক ভঞ্জন পরামানিক এবং শ্রীমতি ডলি রায়। এদিনের অনুষ্ঠানে বাঁকুড়া অনুশীলন সমিতি ,বাঁকুড়া লায়ন্স ক্লাব অব সেন্ট্রাল, প্রকল্পণা সাংস্কৃতিক সংস্থা, অমর কানণ গান্ধী স্মারক সমিতি এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কর্মকর্তাগণ ছাড়াও আরো অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। ধন্যবাদ জ্ঞাপন করেন গান্ধী বিচার পরিষদের সভানেত্রী শ্রীমতি ইন্দ্রানী সামন্ত।পরিষদের গভর্নিং বডি সদস্য শ্রী রঞ্জিত সরকারের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করে পরিষদের সহ-সম্পাদক শ্রী সৌরভ বসু। দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্বেও এদিনের অনুষ্ঠান অত্যন্ত সুন্দর ও মনোজ্ঞ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *