অভিনেত্রী, মডেল জয়ী সেন এখন সবার মনে আলাদা জায়গা করে নিয়েছেন তার মডেলিং আর অভিনয়ের প্রতিভার দ্বারা। বর্তমানে তার লুকে অনেক বড়ো বড়ো বলিউড অভিনেত্রীরা হার মেনে যাবে। যেমন লুক, তেমন ফিগার। জনপ্রিয়তার শিখরে অভিনেত্রী, মডেল জয়ী সেন। তার প্রতিটি ছবিতে থাকে তার দারুন লুক আর দারুন চমক। সম্প্রতি পুজোতে এক শ্যুটে দারুন লুকে ধরা দিয়েছেন তার অনুরাগীদের কাছে।
অভিনয় থেকে মডেলিং, বড়ো বড়ো নামী ব্র্যান্ডের সাথে কাজ করেছেন তিনি। এই মূহুর্তে তার নতুন কাজের জন্য নিজেকে প্রস্তুতি করছেন। বলাইবাহুল্য তার রুপে তার ভক্তরা তাকে আলাদা ভালোবাসেন। দিনের পর দিন নিজেকে আরো প্রতিভাবান ও নিজের লুকের পরিবর্তন করছেন অভিনেত্রী, মডেল জয়ী সেন। আগামী দিনে আরো বড়ো চমক দিয়ে আসছে তার বহু বড়ো বড়ো প্রজেক্ট।