শনিবার পুজোর অনুষ্ঠান দেখতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি সত্য ও রেবতী মাঝি।
সাধন মন্ডল বাঁকুড়া:- যুবক-যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য বাঁকুড়ার রাইপুরে
রবিবার সকালেই চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার রাইপুরে।ভৈরববাঁকি নদীর ধারের নির্জন জঙ্গল এলাকায় একটি গাছ থেকে এক যুবক ও এক যুবতীর ঝুলন্ত দেহ দুটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে রাইপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় পরে তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তেরজন্য পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম সত্য মাঝি, বয়স ২৬ পেশায় দিনমজুর অবিবাহিত এবং রেবতী মাঝি বয়স ৩৫ । দু’জনের বাড়িই রাইপুরের পেঁচালা গ্রামে। গ্রামের আত্মীয়তার হিসাবে তারা দেওর ও বৌদি হলেও, দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল বলে এলাকায় চর্চা ছিল।
সকালে কিছু পথচারী গাছে ঝুলন্ত দেহ দেখে, তারপর খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সামাজিক চাপ ও মানসিক অশান্তির জেরে তাঁরা আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। ঘটনার পর অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে রাইপুর থানার পুলিশ। গ্রাম জুড়ে এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে নেমেছে শোকের ছায়া।