অঞ্চল ভিত্তিক বিজয়া সম্মিলন

Spread the love

অঞ্চল ভিত্তিক বিজয়া সম্মিলন

সেখ সামসুদ্দিন, ১১ অক্টোবরঃ জামালপুর ব্লকের চকদিঘী ও জামালপুর ২ অঞ্চলে চকদিঘী কালীতলা ও জামালপুর বাসস্ট্যান্ডে বিজয়া সম্মেলনী করা হয়। প্রসঙ্গত দলীয় নির্দেশে গত কাল থেকেই শুরু হয়েছে অঞ্চল ভিত্তিক বিজয়া সম্মেলনী। চলবে আগামী ১৬ তারিখ পর্যন্ত। আজকের এই অনুষ্ঠান দুটিতে উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান, বিধায়ক অলোক কুমার মাঝি, যুব সভাপতি উত্তম হাজারী, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম সরকার, জেলা পরিষদ সদস্য শোভা দে, দুই প্রধান অসীমা বাগ ও মিঠু পাল (অঞ্চল সভাপতি), চকদিঘী অঞ্চল সভাপতি আজাদ রহমান, শিব শঙ্কর রক্ষিত সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে মেহেমুদ খান রাজ্য সরকারের সাধারণ মানুষের জন্য যে যে প্রকল্পগুলো চালু করেছেন সে সম্পর্কে বিস্তারিত ভাবে তুলে ধরেন। তিনি বলেন মুখ্যমন্ত্রী উন্নয়নে কোনো ভেদাভেদ করেন নি। সিপিএম, বিজেপি সকলে এই উন্নয়নের সুফল পাচ্ছেন। তিনি আজকের এই অনুষ্ঠানে আগত মহিলা কর্মীদের বিশেষ ধন্যবাদ জানান। তিনি বলেন রাজ্যের মূখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে সারা রাজ্যের উন্নয়নের দায়িত্ব নিতে পারেন তাহলে মহিলারা কেনো এগিয়ে এসে তাকে সাহায্য করবেন না। তিনি বলেন সামনেই বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনে তাদেরই এগিয়ে আসতে হবে। দুই অঞ্চল সভাপতি বলেন দলের নির্দেশ অনুযায়ী ব্লক সভাপতি তাদের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ অনুযায়ী তারা তাদের অঞ্চলে বিজয়া সম্মেলনী করছেন। দুটি অঞ্চলেই প্রচুর সংখ্যায় দলের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সকলকে মিষ্টি মুখ করানো হয়। বিধানসভা ভোটের আগে তৃণমূল তাঁদের সংগঠনকে চাঙ্গা করে নিচ্ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *