‘আত্মহত্যা সমস্যার সমাধান নয়’ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে বার্তা এনআরএসের
মোল্লা জসিমউদ্দিন ,
শুক্রবার কলকাতার শিয়ালদহ এলাকার এনআরএস হাসপাতালে মহাসমারোহে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস । এদিন সকালে অধ্যাপক -চিকিৎসক – ডাক্তারি পড়ুয়া – নার্সরা বিভিন্ন জনসচেতনতামূলক ব্যানার নিয়ে সংশ্লিষ্ট হাসপাতালের প্রতিটি পথ ঘুরেন।এরপর শতাধিক রোগী পরিবার সহ অন্যান্যদের সামনে অস্থায়ী মঞ্চে মানসিক স্বাস্থ্য নিয়ে বক্তব্য রাখেন চিকিৎসকরা। শ্রুতি নাটকে – কবিতায় – বক্তৃতায় মানসিক রোগে যথাযথ চিকিৎসা সহ রোগীদের প্রতি যত্নবান হওয়ার বার্তা দেওয়া হয় ।এই সভায় উপস্থিত ছিলেন এনআরএস হাসপাতালের মানসিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর আশীস মুখোপাধ্যায়, অধ্যাপক ডক্টর ইন্দিরা দে (পাল),অধ্যাপক ডক্টর মানবেন্দ্র সরকার, অধ্যাপক সুরঞ্জনা সুর মুখার্জি, ডক্টর শুক্লা নাথ,ডক্টর আতিয়ার রহমান প্রমুখ। নিউরো সাথে মানসিক স্বাস্থ্যের গভীরতা, মনের যত্ন নেওয়া, নিজেদের দুশ্চিন্তামুক্ত গড়া প্রভৃতি বিষয়ে আলোকপাত করা হয় এদিন।