জামালপুর ব্লকের ২ অঞ্চলে বিজয়া সম্মিলন

Spread the love

জামালপুর ব্লকের ২ অঞ্চলে বিজয়া সম্মিলন

সেখ সামসুদ্দিন, ১২ অক্টোবরঃ জামালপুর ব্লকে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ পারাতল ১ ও পারাতল ২ পঞ্চায়েতে যথাক্রমে পারাতল স্কুল মাঠ ও বাহাদুরপুর খেলার মাঠে বিজয়া সম্মেলনী করা হয়। এই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি মেহেমুদ খান, বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, যুব সভাপতি উত্তম হাজারী, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা, দুই প্রধান কামিনী কুমুদ ঘোষ ও মাবিয়া বেগম শেখ, দুই অঞ্চল সভাপতি মৃণাল কান্তি ঘোষ ও আনোয়ার আলী সরকার সহ অন্যান্যরা। উপস্থিত বক্তারা আগত সকল তৃণমূল কর্মীদের বিজয়ার শুভেচ্ছা জানান। মেহেমুদ খান তাঁর বক্তব্যে এক এক করে সরকারী বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে বলেন। দেশের কোনো মুখ্যমন্ত্রী এত জনকল্যাণকর প্রকল্প চালু করেন নি। দিন রাত এক করে তিনি রাজ্যের জন্য কাজ করে যাচ্ছেন। উত্তরবঙ্গের বন্যা নিয়ে বিজেপির নেতারা যখন রাজনীতি করছেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাচ্ছেন সেই দুর্গত এলাকায়। সেখানে গিয়ে মানুষের কাছে সাহায্য পৌঁছে দিচ্ছেন। এত বড় ক্ষতিতে মেলেনি কোনো কেন্দ্রীয় সাহায্য। আজ আমাদের মুখ্যমন্ত্রীর করা বিভিন্ন প্রকল্পকে অন্য রাজ্য অনুকরণ করছে। তিনি উপস্থিত কর্মী সমর্থকদের উদ্যেশ্যে বলেন বিজেপি বা সি পি এম এর কাউকে কেউ পাত্তা দেবেন না। ভোট এলেই ওরা জেগে ওঠে আর নানা প্রলোভন দেখায়। সকলকে এক হয়ে কাজ করতে হবে। আসন্ন বিধানসভা নির্বাচনে দল যাকে প্রার্থী করবেন তাঁকেই রেকর্ড ভোটে এখন থেকে জেতাতে হবে। দুই অঞ্চল সভাপতি বলেন ব্লক সভাপতি যেমন নির্দেশ দেবেন তাই তারা মেনে চলবেন। আজ তারা তাদের এই বিজয়া সম্মেলনীতে আসা প্রত্যেক কর্মী সমর্থকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বিধায়ক আগত সকল কর্মী সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন আগামী বিধানসভা ভোটে তাদেরই গুরু দায়িত্ব নিতে হবে। বিধানসভা ভোটে দলীয় প্রার্থীকে বিপুল ভোটে জেতাতে হবে। এই প্রতিজ্ঞা সকলকে করার আহ্বান জানান তিনি। অঞ্চল ভিত্তিক প্রতিটি বিজয়া সম্মেলনী গুলিতে কর্মী সমর্থকদের উপস্থিতি আর তাদের উচ্বাস বলে দিচ্ছে ২০২৬ বিধান সভা ভোট জামালপুরের ফল কী হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *