করুনাময়ীতে মাদ্রাসা শিক্ষকদের মিছিল

Spread the love

আজ সল্টলেকের করুণাময়ী এলাকায় বড়সড় মিছিল বের করে মাদ্রাসা শিক্ষক সহ পড়ুয়ারা।সেইসাথে তারা স্মারকলিপি দেয়। দাবি গুলি হলো

১/শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের টিচার এপ্রুভাল সহ বেতন.

২/ছাত্র-ছাত্রীদের সকল সরকারি সুযোগ-সুবিধা প্রদান.

৩/মাদ্রাসার পরিকাঠামো গত উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ.

এই তিন দফা দাবি নিয়ে আজ সল্টলেক করুণাময়ী তে ওয়েস্ট বেঙ্গল রিকগনাইজড মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের এক বিরাট মিছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *