যুব সম্প্রদায়কে মাঠমুখী করার লক্ষ্যে যুবকবৃন্দের উদ্যোগে ৩ দিবসীয় ফুটবল প্রতিযোগিতা
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
বাঙালির শ্রেষ্ঠ খেলা ফুটবল খেলা ।যা দিনের দিন প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে ফুটবল খেলা।ক্রমবর্ধমান মোবাইল ফোনে যুব সম্প্রদায়ের আসক্ত মাত্রাতিরিক্ত হারে বেড়ে চলেছে। যেখানে যুব সম্প্রদায়ের মাঠ মুখি হওয়ার কথা তথা বিভিন্ন ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশ করার সময় তখন মোবাইল হাতে দলবদ্ধ ভাবে আসর বসিয়ে মারন গেমের নেশায় বুঁদ। অনেকেই মোবাইলে গেম খেলে টাকা জিতছে পরক্ষণেই ঋণের অবসাদে আত্মঘাতীও হচ্ছে।যা যুবসমাজকে ক্ষতিগ্রস্ত করে তুলেছে। সেই সমস্ত নেশা কাটিয়ে সুস্থ সবল সুন্দর জীবন ধারণের লক্ষ্যে এবং যুবসমাজকে মাঠ মুখী করে তুলতে তিন দিবসীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় খয়রাসোল ব্লকের থামতাড়া খান স্পোর্টিং যুবক বৃন্দের উদ্যোগে। ঝাড়খণ্ড, বর্ধমান ও বীরভূম জেলার বিভিন্ন এলাকা থেকে মোট ১৬ টি দল অংশগ্রহণ করে।১৩ ই আগস্ট চুড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয় সাদিয়া-রাহাত নাইন স্টার থামতাড়া বনাম এস বি এ লোকপুর একাদশ।টান টান উত্তেজনার মধ্যে
দুই শূন্য গোলের ব্যবধানে এস বি এ লোকপুর একাদশ বিজয়ী ঘোষিত হয়।বিজয়ী দলের হাতে ত্রিশ হাজার টাকা ও ট্রফি এবং বিজিত দলের হাতে কুড়ি হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয়। এছাড়াও ম্যান অফ দ্যা ম্যাচ, ম্যান অফ দ্যা সিরিজ এবং শ্রেষ্ঠ গোলকিপার হিসেবে চিহ্নিত খেলোয়াড়দের বিশেষভাবে পুরস্কৃত করা হয়। উল্লেখ্য গত ১১ ই অক্টোবর খেলার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন দে। সোমবার পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সদস্যা কামেলা বিবি, শিক্ষক উজ্জ্বল হক কাদেরী, লোকপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোমনাথ ধীবর ও বিদ্যালয়ের সভাপতি শেখ মনি, সমাজসেবী দীপক শীল, খেলার মাঠের জমিদাতা আকবর আহমেদ প্রমুখ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।