ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের পুরস্কার বিতরণী

Spread the love

কলকাতার আইইএম–ইউইএম গোষ্ঠীর উদ্যোগে অনুষ্ঠিত হল ‘ড. সত্যজিৎ চক্রবর্তী ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন (SCNTSE–2025)’–এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে সারা ভারতের শ্রেষ্ঠ মেধাবী ছাত্রছাত্রীদের সম্মান জানানো হয়। প্রয়াত প্রফেসর (ড.) সত্যজিৎ চক্রবর্তীর স্মৃতিতে আয়োজিত এই প্রতিযোগিতায় নির্বাচিত বিজয়ীরা পেয়েছেন ₹১,০০,০০০ টাকার বৃত্তি ও সার্টিফিকেট অফ এক্সেলেন্স। অনুষ্ঠানে বক্তারা জোর দেন সৃজনশীলতা, অনুসন্ধান ও সমান সুযোগের গুরুত্বে। করতালি ও আনন্দের আবহে আইইএম–ইউইএম গোষ্ঠী তুলে ধরল এক স্পষ্ট বার্তা— শিক্ষাই জাতির অগ্রগতির ভিত্তি, আর ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তুলছে এখানকার তরুণ মেধাবীরা। ছবি সুবল সাহা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *