অভিনব বিজয় সম্মিলনী

Spread the love

অভিনব বিজয় সম্মিলনী

বনি সিংহ : জঙ্গলমহল উদ্যোগ এবং পশ্চিমবঙ্গ সরকারের সংশোধন প্রশাসন বিভাগ এর যৌথ উদ্যোগে আয়োজিত হলো একটি অভিনব বিজয়া সম্মেলন রবিবার কলকাতার অভিন্ন-১,এর আলিপুর ওমেন্স কারেকশনাল হোম সংলগ্ন ক্যান্টিন কাম শোরুমে। মাত্র তিন মাস আগেই ১০ই জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী এটির উদ্বোধন করেছিলেন যার নাম দিয়েছেন “অভিন্ন”। এটাই অভিন্ন’র প্রথম বিজয়া সম্মেলন। এই অভিন্ন’র মূল উদ্দেশ্য সংশোধনাগারের আবাসিকদের সমাজের মূলস্রোতে ফেরানো। জঙ্গলমহল উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের এটি একটি জনপ্রিয় প্রজেক্ট উৎকর্ষ বাংলার মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় নানান ধরনের কোর্স করিয়ে অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ শিখিয়ে এক দিকে তাদের উৎপাদিত দ্রব্য এরকম কিছু শোরুম গুলিতে বিক্রি করার ব্যবস্থা আছে এছাড়া তাঁদের দিয়ে জিনিস তৈরি করিয়ে রেস্টুরেন্ট বা ক্যাফে তে তাঁদের দিয়ে পরিবেশন করার ব্যবস্থা। এর পাশাপাশি জঙ্গলমহলের শিল্পীদের সাথে তাদের নিয়ে একসাথে নানা ধরনের সংস্কৃতি অনুষ্ঠান করে থাকেন, এদিন তাঁরই একটি বিশেষ রূপ এই বিজয়া সম্মেলন। এই জঙ্গলমহল উদ্যোগ আলিপুর সংশোধনাগার ছাড়াও প্রেসিডেন্সি সংশোধনাগার, সিউড়ি সংশোধনাগর এবং দমদম, হাওড়া, ঝাড়গাম ও বাঁকুড়া সংশোধনাগার গুলোতেও কাজ শুরু হয়েছে। ধীরে ধীরে এইভাবেই পশ্চিমবঙ্গের সমস্ত সংশোধনাগারে একটি করে অভিন্ন গড়ে উঠবে। তাঁদের স্বপ্ন আর কেউ সংশোধনাগারের ভেতরে থাকবে না, সবাই বাইরে এসেই সাধারণ মানুষের সাথে কাজ করবে এবং সমাজের সাথে মিশে যাবে। এইভাবেই সমাজের মূল স্রোতে ফিরে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *