ভাতাড় কদমতলায় বিজেপি ভাতাড় বিধানসভার অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন হল, ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলার সভাপতি।
পূর্ব বর্ধমান জেলার ভাতাড়ের কদমতলায় বিজেপি ভাতাড় বিধানসভার অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন হল, ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বর্ধমান জেলার বিজেপির সভাপতি অভিজিৎ তা। এছাড়াও উপস্থিত ছিলেন ভাতাড় বিধানসভার সকল বিজেপি কার্যকর্তা ও সাধারণ নাগরিক।
এই কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ায় খুশি হাতার ব্লকের বিজেপির কর্মীরা।
ভাতারের ভূমিপুত্র তথা বিজেপি যুব নেতা সৌমেন কারফা জানান,
জেলা সভাপতি আমাদের বার্তা দিয়ে গেলেন দলের সমস্ত কাজ এই দলীয় কার্যালয় থেকে হবে।
আমরা উনার কথা মেনে আগামী ২০২৬ সালের বিধানসভার ভোটের প্রচারে নেমে যাব জোর কদমে।
আজকের এই দলীয় কার্যালয় উদ্বোধনে আমাদের ব্লকের সমস্ত নেতৃত্ব উপস্থিত ছিলেন।
ভাতাড় থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।