গুসকরায় সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের বিজয়া সম্মেলনীতে মন্ত্রী স্বপন দেবনাথ

Spread the love

গুসকরায় সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের বিজয়া সম্মেলনীতে মন্ত্রী স্বপন দেবনাথ


গুসকরাঃ সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের গুসকরা আঞ্চলিক কমিটির উদ্যোগে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল গুসকরায়। সম্মেলনে আউশগ্রাম, ভাতার ও মঙ্গলকোটের প্রায় শ’খানেক সাধু, গোঁসাই, দলপতিদের সম্বর্ধনা দেওয়া হয়। তাঁদের সম্বর্ধনা জানান সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের সর্ব ভারতীয় সম্পাদক সুপ্রভাত গায়েন। সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দার, গুসকরার পুরপ্রধান কুশল মুখোপাধ্যায়, গুসকরা শহর তৃণমূলের সভাপতি মল্লিকা চোঙদার। সুপ্রভাত গায়েন বলেন, “ভোটার তালিকার সংশোধন এসআইআর সহ মতুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে এদিনের সম্মেলনে আলোচনা হয়”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *