শিল্পীর সৃষ্টি সাবানের কালী
বনি সিংহ : একটা দশ টাকা মূল্যের ছোট্ট সাবান কেটে রঙ দিয়ে মা কালীর মূর্তি তৈরি করলেন হাওড়া আমতার রসপুর গ্ৰামের অতিসাধারণ ঘরের একটি মেয়ে প্রজ্ঞা দাস। কালীপুজোর দিন মাত্র চার ঘণ্টার মধ্যেই তৈরি করলেন শিল্পী। ছোট বেলা থেকেই সে নানা ধরনের ঠাকুরের মূর্তি মাটি দিয়ে এবং সাবান দিয়ে তৈরি করে। কালী পুজোয় তার এই ভাবনা কে সাবানের উপর সৃষ্টি করলেন খুব অল্প সময়ে। মাত্র কয়েক মাস আগে বাবাকে হারিয়েছে,ও বাবা মায়ের একটাই সন্তান, দু চোখে অনেক স্বপ্ন একজন ভালো শিল্পী হবার।