হীড় বাঁধে ফুটবল প্রতিযোগিতা।
সাধন মন্ডল বাঁকুড়া
বাঁকুড়ার হিড়বাঁধ থানার অন্তর্গত কেলেপাথর নেতাজী ক্লাবের পরিচালনায় দুই দিনের ষোলোটি ফুটবল টিমকে নিয়ে এক লক্ষ টাকার ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা হয়ে গেল স্থানীয় ফুটবল মাঠে.এই দিনের ফাইনাল খেলাতে মুখোমুখি হয় শ্যামল একাদশ বগা ও আরোগ্য নিকেতন বাঁকুড়া নির্ধারিত সময়ে গোলশূন্য অবস্থায় খেলা শেষ হয়. টাইবেকারে পাঁচ চার গোলে জয়লাভ করে শ্যামল একাদশ বগা. আয়োজক ক্লাবের সদস্য রঞ্জিত নায়ক জানান ফাইনাল খেলাতে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বগা দলের রামপদ মুর্মু. ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হন আরোগ্য নিকেতন বাঁকুড়া দলের অচিন্ত্য টুডু. ফাইনালে উইনার দলকে নগদ চল্লিশ হাজার টাকা ও ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। ফাইনালে রানার্স দলকে নগদ তিরিশ হাজার টাকা ও ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়।সেমিফাইনাল দুটো পরাজিত দলকে নগদ পনেরো হাজার টাকা ও ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। এই দুই দিনের খেলা গুলি পরিচালনা করেন অভিজিৎ ঘটক, বাবলু হেমব্রম,অভিজিৎ কুমন্দকার ও লক্ষীকান্ত মুর্মু. খেলাকে কেন্দ্র করে বিশেষ করে মহিলা দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
