কালীপুজো – পরিক্রমায় আউসগ্রামের বিধায়ক
সৌভিক সিকদার, আউসগ্রাম, পূর্ব বর্ধমান -:
দুর্গাপুজোর পর বাঙালির অন্যতম জনপ্রিয় উৎসব হলো কালীপুজো। সমগ্র রাজ্যজুড়ে আলোর উৎসব কালীপুজোয় মেতে ওঠে বাঙালিরা। মানুষের আনন্দ উৎসবে সামিল হন এলাকার জনপ্রতিনিধিরা। ব্যতিক্রম ঘটলনা আউসগ্রামের বিধায়ক অভেদানন্দ থাণ্ডারের ক্ষেত্রে। গত কয়েক বছরের মত এবারও তিনি আউসগ্রাম ১ ও ২ ব্লক এবং গুসকরা পুরসভার বিভিন্ন কালীমণ্ডপে হাজির হন এবং স্থানীয়দের সঙ্গে আনন্দে মেতে ওঠেন। শুধু তাই নয় কোথাও আবার এলাকাবাসীর মঙ্গলকামনায় কালীমায়ের পুজো দেন ও প্রসাদ গ্রহণ করেন। পাশাপাশি দুর্গাপুজোর মত কালীপুজোতেও জনসংযোগের কাজটিও সেরে ফেললেন। বিধায়ককে কাছে পেয়ে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট খুশির ভাব দেখা যায়।
বিধায়ক বললেন, গত কয়েক বছর ধরে আমি আউসগ্রামবাসীর ঘরের 'লোক' হয়ে গেছি। তারাও আমাকে নিজের মনে করেন, প্রতিটি উৎসবে আমন্ত্রণ জানান। আমিও সুখে-দুখে তাদের পাশে থাকার চেষ্টা করি। খুব ভাল লাগে।