উলুবেড়িয়ায় ফ্রী মেডিকেল ক্যাম্প
জুলফিকার আলি …… হাওড়া জেলার উলুবেড়িয়া নিমদীঘি হাই মাদ্রাসায়, জামাআতে ইসলামী হিন্দ নিমদীঘি শাখার উদ্যোগে, আয়োজিত হবে ফ্রী মেডিকেল ক্যাম্প ,সোসাইটি ফর ব্রাইট ফিউচার হাওড়া জেলার সহযোগিতায় ।থাকছে জেনারেল,চোখ, হৃদ, অস্হি, স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক বর্গ, ফিজিওথেরাপিস্ট । ইসিজি, সুগার,ব্লাড প্রেসার পরীক্ষা ও ঔষধি দেওয়া হবে বলে জানা গেছে। মঙ্গলবার আঠাশ অক্টোবর সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত পর্যায়ক্রমে সমাজের বিভিন্ন স্তরের বহু বিশিষ্ট জনের উপস্থিতিতে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। জামাআতে ইসলামী হিন্দ সারা বছর ধরে ইসলাম ধর্মীয় শিক্ষা ও প্রথাগত শিক্ষা,সচেতনতা,সাংস্কৃতিক, সামাজিক, সেবা প্রদানের উপর কাজ করে থাকে সেই সঙ্গে যেকোনো প্রাকৃতিক বিপর্যয় সাধ্যমত সাহায্য ও সহযোগিতা করে থাকে, শিক্ষার্থীদের উৎসাহিত করতে ও সমাজের বিভিন্ন স্তরের বহু বিশিষ্ট জনদের সম্মানিত করে চলেছে দীর্ঘ দিন ধরে বলে জানান শুভাকাঙ্ক্ষী হোসেন এ্যাসোসিয়েটের কর্ণধার সেখ নিসার হোসেন আব্দুল আহাদ লাইট বাবু আমাদের প্রতিনিধিকে। সমাজ সেবায় এদের উদ্দোগ কে কুর্নিশ জানিয়েছেন পশ্চিমবঙ্গ বাই সাইকেল ট্যুরিস্ট এ্যাসোসিয়েশন এর দলনেতা সৌরভ রায়।
