আমিরুল ইসলাম,
ভাতারের ওরগ্রাম জঙ্গলের কাছ থেকে জঙ্গলমহলের এক মহিলা কে উদ্ধার করে ভাতার থানার পুলিশ ফিরিয়ে দিল পরিবারের হাতে। সোমবার ২:৩০ মিনিটে ওই মহিলার পরিবারের লোকজন তাকে ফিরে পেয়ে ভাতার থানার পুলিশকে ধন্যবাদ জানালেন।
গতকাল রাতে ভাতার থানার অন্তর্গত ওরগ্রামের জঙ্গলের কাছে স্থানীয় লোকজনদের থেকে ভাতার থানার পুলিশ খবর পায় যে, একজন অচেনা মহিলা বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর, যার নাম- শ্রীমতি মুর্মু,
তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তার
স্বামীর নাম- রুবেল মুর্মু, গ্রাম- শিলদা, শ্যামসুন্দর, থানা- বিনপুর, জেলা- ঝাড়গ্রাম।
মহিলা মানসিক ভারসাম্যহীন।
ভাতার থানার পুলিশ বিনপুর থানায় যোগাযোগ করলে পুরো বিষয়টা জানতে পারে যে ওই মহিলা এক মাস আগে নিখোঁজ হয়ে গেছে ।
গতকাল রাত্রে পুলিশ প্রোগ্রাম এলাকা থেকে ওই মহিলাটিকে উদ্ধার করে ভাতার থানায় নিয়ে আসে।
এরপর ওই মহিলার পরিবারের লোকজন ভাতার থানায় এসে আজ অর্থাৎ সোমবার ওই মহিলাকে সুস্থ অবস্থায় বাড়ি ফিরিয়ে নিয়ে গেলেন।
মহিলার বাড়ির লোকজন ভাতার থানার এই উদ্যোগে দারুন খুশি হয়েছেন।
