জয়পুর বিষ্ণুপুর জঙ্গলের রাস্তার মাঝে মৃত চিতা বাঘ উদ্ধারে চাঞ্চল্য এলাকায়।
সাধন মন্ডল, বাঁকুড়া:- বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের বাঁকাদহ রেঞ্জের উপশোল বিটের পচাডহরা এলাকায় বাঁকাদহ জয়রামবাটি সড়কের ওপর একটি মৃত চিতাবাঘ উদ্ধার করলো বনদপ্তর। এখনো পর্যন্ত কোনদিনও বিষ্ণুপুরের জঙ্গলে কোন বাঘ দেখা যায়নি। তবে কিভাবে এই চিতা বাঘ কোথা থেকে এলো তা নিয়েই চিন্তিত বনদপ্তর ও আতঙ্কিত এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দা অমরেশ পাত্র, উত্তমপাত্র রা বলেন আমরা এই প্রথম শুনলাম এবং দেখলাম চিতাবাঘ আমাদের এলাকায় রয়েছ ফলে আতঙ্কে রয়েছি। চিতাবাঘের আগমন কিভাবে ঘটলো তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। জয়পুরে গভীর জঙ্গল রয়েছে।সূত্রের খবর আনুমানিক রাত্রি একটা নাগাদ বনদপ্তরে খবর আসে রাস্তার মাঝে একটি চিতা বাঘ পড়ে রয়েছে। তড়িঘড়ি ঘটনাস্থলে আসে বনদপ্তরের কর্মীরা মৃত চিতা বাঘ টিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর পঞ্চায়েত বন বিভাগে। ময়নাতদন্তে পাঠানো হবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য। এরপরেই বিষ্ণুপুর পাঞ্চেত ডিভিশনের ১৫ জনের এলিফ্যান্ট স্কোয়াডের সদস্যরা এবং বনদপ্তরের কর্মীরা যৌথভাবে সমগ্র জঙ্গল জুড়ে শুরু হয় তল্লাশি জঙ্গলে আর কোন চিতা বাঘ রয়েছে কিনা। তল্লাশি করতে গিয়ে বিভিন্ন জায়গায় চিতা বাঘের পায়ের ছাপ মেলে। অনুমান করা হচ্ছে এই পুরুষ বাঘের সঙ্গী ও এই জঙ্গলে থাকতে পারে। তাই বন ও তীরবর্তী এলাকার মানুষদের সতর্ক থাকার বার্তা দিচ্ছেন বনদপ্তর। এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
