মোহনবাগান ফ্যানস ক্লাবের একদিবসীয় ফুটবল প্রতিযোগিতা
সেখ সামসুদ্দিন, ২ নভেম্বরঃ খেলাধুলার পরিবেশ ও উন্নয়নের উদ্দেশ্যে এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা করা হয় মেমারি খাঁড়ো ফুটবল মাঠে। মেমারি মোহনবাগান ফ্যানস ক্লাবের পরিচালনায় খাঁড়ো যুবক সংঘের সহযোগিতায় আট দলীয় ফুটবল প্রতিযোগিতা করা হয়। একই সঙ্গে পুরনো স্মৃতি ঝালিয়ে নেওয়ার স্বার্থে ৪০ ঊর্ধ্ব খেলোয়াড়দের প্রদর্শনী ম্যাচ আয়োজন করা হয়। এই প্রবীণ খেলোয়ারদের মধ্যে ৪০ এর উপরে ৭০ বছর বয়স পর্যন্ত খেলোয়াড়রা অংশগ্রহণ করেন মোহনবাগান ও ইস্টবেঙ্গল ২ টি দলে বিভক্ত হয়ে এই প্রতিযোগিতায় গোলশূন্য মীমাংসিত হয় এবং প্রতি প্রবীণ প্লেয়ারকেই স্মারক দিয়ে সম্মান জানানো হয়। এদিন ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় ট্রাইবেকারে হুগলী আল-আমিন একাদশ চ্যাম্পিয়ন দাঁইহাট একাদশ রানার্স হয়। চূড়ান্ত প্রতিযোগিতায় ম্যান অফ দ্যা ম্যাচ আল-আমিন এর তরুণ মুরমু এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট আল- আমিনের অভিজিৎ সরেন ও বেস্ট গোলকিপার দাঁইহাটের বিশাল মজুমদার সম্মান অর্জন করেন। এদিন মাঠে খেলোয়ারদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, শিক্ষাবিদ কাজী মহঃ ইয়াসিন, প্রাক্তন মোহনবাগানের ফুটবলার রঞ্জন সরকার, ইস্টবেঙ্গলের প্রাক্তন খেলোয়াড় আনোয়ার হোসেন, প্রাক্তন ফুটবলার তমাল দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মোহনবাগান ফ্যানস ক্লাবের সম্পাদক সৌভিক রায়চৌধুরী শরীর স্বাস্থ্য ঠিক রাখতে ও মানসিক বিকাশে ছেলেমেয়েদের মাঠমুখী হওয়ার আহ্বান জানান।
