পারিজাত মোল্লা,
রবিবাসরীয় অপরাহ্ন, ২ নভেম্বর, ২০২৫ কলকাতার “মনন” সাহিত্য সংস্থার আয়োজনে হেদুয়া পার্কের পার্শ্বস্থ ধর ভিলাতে আয়োজন করা হয়েছিল “বোনফোঁটা” অনুষ্ঠান। একাদিক্রমে ৭ম বছরে পা দিল “মনন”-এর এই বোনফোঁটা উৎসব। মূলত সমাজে ক্রমবর্ধমান নারীলাঞ্ছনার প্রেক্ষাপটে “বোনফোঁটা” উৎসব হয়ে উঠতে পারে অন্ধকারে আলোর দিশা। সেই উপলক্ষেই মূলত “মনন” প্রতিষ্ঠাতা প্রাবন্ধিক ও সমাজসেবক শ্রী স্নেহাশীষ চক্রবর্তীর উদ্যোগে এই সামাজিক কাজগুলি হয়ে চলেছে অনবরত। অনুষ্ঠানে উপস্থিত প্রাজ্ঞজনদের মধ্যে ছিলেন শ্রীমতী বৈশাখী মৈত্র চট্টোপাধ্যায়, পত্রিকা সম্পাদক শ্রী শুভজিৎ সরকার, লেডি ব্রেবোর্ন কলেজের অধ্যাপিকা শ্রীমতী সঞ্চিতা পাল, বিশিষ্ট কবি জয়দীপ চট্টোপাধ্যায়, প্রকাশক শ্রী নিগমানন্দ মণ্ডল, প্রকাশক ডঃ পূর্ণেন্দুশেখর ধর প্রমুখ ব্যক্তিত্ব।
