রূপক থিয়েটার নিমতা রবীন্দ্রপল্লী ৫০ বছর পূর্তি উপলক্ষে কামারহাটি নজরুল মঞ্চে এক অভিনব নাটক মঞ্চস্থ হলো “পরশমণি” | শ্যামাকান্ত দাস রচিত গোপাল ভট্টাচার্য পরিচালিত পরশমনি নাটকে অভিনয় করেছেন প্রবীর মজুমদার ,সঞ্জয় চক্রবর্তী, পৃথা মুখার্জী , সুমিতা দাস, অনুরাধা দে ও অন্যান্য শিল্পী বৃন্দ | বিশিষ্ট নাট্যশিল্পী দীপক কুমার ঘোষ বলেন দীর্ঘ ৫০ বছর ধরে নাট্য জগতের বিভিন্ন গুণীজনদেরও আমরা সংবর্ধিত করেছি এবং আগামী দিনে নাটককে আরো যুব সমাজের মধ্যে প্রভাব সৃষ্টি করার জন্য আমরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি | এই নাটকটি বিভিন্ন জায়গায় আগামী দিন মঞ্চস্থ হবে। সকলকে দেখার জন্য অনুরোধ রইল | ছবি সুবল সাহা
‘পরশমণি’ মঞ্চস্থ হলো
