রাইপুরের হরিহর গঞ্জগড় রাজ পরিবারে সূচনা হলো রাস উৎসবের।

Spread the love

রাইপুরের হরিহর গঞ্জগড় রাজ পরিবারে সূচনা হলো রাস উৎসবের।


সাধন মন্ডল বাঁকুড়া:—জঙ্গলমহলের রাইপুর হরিহর গঞ্জগড় রাজ পরিবারের ১১৩ বছরের রাস উৎসব ধুমধাম এর সঙ্গে আজ শুরু হল। বিকেলে স্থানীয় কংসাবতী নদী থেকে ৫ শতাধিক পুরুষ মহিলা শোভাযাত্রা সহকারে হরিনাম সংকীর্তন এর দল সহযোগে ঘট নিয়ে আসা হলো হরিহর গঞ্জগড় রাজ পরিবারের লক্ষ্মী মন্দিরে। এখানে মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম ও সুভদ্র মহারানী কে সুন্দর ভাবে সাজানো হয়েছে কিছুক্ষণ পর অর্থাৎ রাত্রিতে মন্দির থেকে বিগ্রহ নিয়ে আসা হবে। চারদিন ধরে চলবে রাস উৎসব এই উপলক্ষে মন্দির প্রাঙ্গণ সাজোসাজো রব, ভিড় জমিয়েছেন ভক্ত ও দর্শনার্থীরা। বর্তমান রাজা গোপীনাথ সিংহ দেব, ও রাজবাড়ীর সদস্য হরিপদ সিংহদেব যদুনাথ সিংহ দেব রা বলেন আজ থেকে ১১৩ বছর আগে রাস উৎসবের সূচনা করেছিলেন যদুনাথ সিংহ দেব তারপর রাজ পরিবারের অর্থনৈতিক অবস্থার অবনতি হওয়ায় উৎসব সেভাবে হয়নি আবার শুরু হয়েছে সার্বজনীন ভাবে। আর্থিক অভাব অনটনের মধ্যেও আমাদের বংশের চিরাচরিত প্রথা অনুযায়ী রাস উৎসব এবছরও যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে । উৎসব কমিটির সম্পাদক মধুসূদন মন্ডল ও অন্যতম সদস্য ভরত দুলে বলেন ধূমধামের সঙ্গে রাস উৎসবের এটি আমাদের ৩১ তম বর্ষ। উৎসবের চতুর্থ দিন অর্থাৎ একুশে কার্তিক শনিবার নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে সেখানে ৫ হাজারেরও বেশি মানুষ প্রসাদ গ্রহণ করবেন। আজ কংসাবতী নদী থেকে ঘট আনয়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।এলাকার মানুষের সহযোগিতা চার দিন ধরে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হবে এ বছরের রাস মহোৎসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *