ভুটানে অনুষ্ঠিত আন্তর্জাতিক বুদোকাই কান কারাতে সেমিনার — অংশ নিল ২৩২ জন ছাত্রছাত্রী, ব্ল্যাক বেল্ট পেল ১২ জন

Spread the love

ভুটানে অনুষ্ঠিত আন্তর্জাতিক বুদোকাই কান কারাতে সেমিনার — অংশ নিল ২৩২ জন ছাত্রছাত্রী, ব্ল্যাক বেল্ট পেল ১২ জন

পুলকেশ ভট্টাচার্য্যঃ ১লা নভেম্বর থেকে চৌঠা নভেম্বর পর্যন্ত ভুটানে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক বুদোকাই কান কারাতে সেমিনার। এই সেমিনারে অংশগ্রহণ করে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, পাশাপাশি ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, দিল্লি, জয়পুর, আসাম, সিকিম, দার্জিলিং এবং স্বাগতিক দেশ ভুটানের ছাত্রছাত্রীরাও।

মোট ২৩২ জন ছাত্রছাত্রী এই সেমিনারে অংশ নেয়। তাদের মধ্যে ১২ জন ছাত্রছাত্রী অর্জন করে ব্ল্যাক বেল্ট — প্রথম দান (১ম দান) থেকে শুরু করে ষষ্ঠ দান (৬ষ্ঠ দান) পর্যন্ত।

এই গুরুত্বপূর্ণ সেমিনারে ব্ল্যাক বেল্ট প্রদান করেন ভুটানের গুম্ফা মন্দিরের প্রধান লামা। অনুষ্ঠান চলাকালীন বিভিন্ন ধরনের কারাতে কৌশল, মানসিক দৃঢ়তা ও শারীরিক প্রশিক্ষণ বিষয়ে শিক্ষালাভ করে অংশগ্রহণকারীরা।

সেমিনারে উপস্থিত ছাত্রছাত্রীরা জানায়, তারা এখানে নতুন অনেক কিছু শিখেছে এবং আন্তর্জাতিক পর্যায়ে এমন অভিজ্ঞতা তাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক হবে। এই সেমিনার ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ও আত্মবিশ্বাস আরও বৃদ্ধি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *