নাতনি হয়েছে তাই গাড়ি সাজিয়ে নাতনিকে আনা হল ভাতারের বালসিডাঙ্গা গ্রামে
আমিরুল ইসলাম,
গত দুইদিন আগে ভাতারের বালসিডাঙ্গা গ্রামের কোয়েল মন্ডল বর্ধমান শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন প্রসব বেদনা নিয়ে।
গত বুধবার তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন। খবর যাই ওই মহিলার বাবা ফিরোজ মন্ডল এর কাছে। তিনি বৃহস্পতিবার যথারীতি গাড়ি সাজিয়ে নাতনিকে নিয়ে আসলেন গ্রামে।আর বাড়িতে যেন উৎসবের আয়োজন চলছে। কারণ বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়েছে।
বর্তমানে কন্যা সন্তান যে কোন অংশে কম নয় তা বহু প্রমাণ মিলেছে। সম্প্রীতি বিশ্বকাপ ক্রিকেটে জয়লাভ করেছে ভারতের মহিলা টিম।এরই মধ্যে গাড়ি সাজিয়ে কন্যা সন্তানকে বাড়ি নিয়ে আসায় খুশির হাওয়া বালসিডাঙ্গা গ্রামে।
এ বিষয়ে ফিরোজ মন্ডল জানান,-”সন্তানের বাবা-মা হওয়া বহু ভাগ্যের।
তারমধ্যে কন্যা সন্তানের বাবা হওয়া, এ অনুভূতি প্রকাশ করা যাবে না। কেবলমাত্র বাবারাই এটা বোঝেন। তবে পুত্র সন্তান হলেও খুশি হতাম।
কিন্তু মেয়ে হওয়াতে খুব খুশি”।
