রাহুল রায়,দাঁইহাট : কালীর সঙ্গে কৃষ্ণ,শাক্তের সঙ্গে বৈষ্ণবের গাঁটছড়া বেঁধেছে গঙ্গাপাড়ের দাঁইহাট শহরের রাস উৎসব। বংলার লোক উৎসব এই শহরের রাস উৎসব। পূর্ব বর্ধমান জেলার প্রাচীনতম পৌরসভা হলো দাঁইহাট পৌরসভা।
নবদ্বীপ এবং শান্তিপুরের থেকে কোনও অংশ কম যায় না এই দাঁইহাট শহরের রাসযাত্রা। দাঁইহাটের রাস উৎসব প্রায় ৫০০ বছরের পুরনো।
দাঁইহাটের রাস আসলে ছিল পট পূর্ণিমা। মানে ছবি এঁকে পুজো হত। পটের পুজোর পরিবর্তে এখন প্রতিমার পুজো হয়। এই রাস উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন ক্লাবে থিমের পুজো করা হয়।
দাঁইহাটের ইন্দিরা স্মৃতি সংঘের পুজো মণ্ডপের থিম করা হয়েছে রত্ন গর্ভা। এই ক্লাবের পুজো প্যান্ডেলে রয়েছে গনেশ ঠাকুর। এই মন্ডপের মধ্যে নারীশক্তির বিষয়বস্তুকে ফুটিয়ে তুলেছে ইন্দিরা স্মৃতি সংঘের সদস্যরা।
নটরাজ ক্লাবের থিম হলো মায়াজাল। এই ক্লাবের পুজো এইবার ৪২ বছর পড়লো।
দাঁইহাটের নবজাগরণ ক্লাবে মহাপ্রভুর পুজোর আয়োজন করা হয়েছে। এই ক্লাবের পুজো এইবার ২৭ বছরে পড়লো।
মাতঙ্গিনী মাতা পূজা কমিটির থিম হলো রাজস্থানের একটি মন্দিরের আদলে মণ্ডপ।
পুজো প্যান্ডেল গুলিতে ভিড় জমায় দর্শনার্থীরা। রাস উৎসব উপলক্ষে বসেছে মেলা। রাস্তায় রঙিন আলোয় সাজানো হয়েছে।
রাস উৎসবকে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যে মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ প্রশাসন। এই উৎসবে মেতে উঠেছে দাঁইহাটবাসীরা।
