ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের শুনানি ঘিরে চরম অসন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের

Spread the love

ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের শুনানি ঘিরে চরম অসন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের

মোল্লা জসিমউদ্দিন, 

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে উঠে ওবিসি শংসাপত্র প্রদান মামলা। ‘সর্বোচ্চ আদালতের তরফে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কলকাতা হাইকোর্ট ওবিসি মামলায় কোনও নির্দেশ দিতে পারবে না’। এদিন  এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চ।কলকাতা হাইকোর্ট পুরনো মামলার শুনানি করছে জেনে অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি গাভাই।প্রধান বিচারপতি বলেন, -‘আমরা যখন মামলা শুনছি, তখন কলকাতা হাইকোর্ট কেন পুরনো মামলা শুনবে বলছে? নতুন মামলার স্থগিতাদেশেই তো সব কথা উল্লেখ করা আছে’। ওয়াকিবহাল মহল মনে করছে আগামী শুনানিতে এমনকি হাইকোর্টের বেঞ্চ বদল করার নির্দেশও দিতে পারেন তাঁরা। এদিন দেশের শীর্ষ আদালতে রাজ‍্যের হয়ে সওয়াল করেন কপিল সিবাল। রাজ্যের আইনজীবী  বলেন, -“রাজ‍্য একটি মামলায় স্থগিতাদেশ পেলেও কলকাতা হাইকোর্ট বলছে পুরনো মামলার শুনানি করবে। ১৮ তারিখে কলকাতা হাইকোর্টে মামলার শুনানি রয়েছে’।উল্লেখ্য, গত বছরের ২২ মে কলকাতা হাইকোর্টের ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত বড়সড় রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। নির্দেশ অনুযায়ী, ২০১০ সালের আগের ওবিসি শংসাপত্র বৈধ। তবে ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজ্যের দেওয়া সমস্ত সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়। তার ফলে বাতিল হয়ে যায় কয়েক লক্ষ ওবিসি শংসাপত্র। ডিভিশন বেঞ্চ জানিয়েছে , -‘২০১০ সাল পরবর্তী ওবিসি সার্টিফিকেট বৈধ নিয়ম মেনে ইস্যু করা হয়নি। তাই শংসাপত্র বাতিলের নির্দেশ’। তবে শংসাপত্র বাতিলের ফলে নিয়োগ প্রক্রিয়ায় কোনও প্রভাব পড়েনি। তাঁদের সকলের চাকরি বহাল থাকবে বলেই জানায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য। দাবি জানানো হয়, হাইকোর্টের রায়ের ফলে অনেক মানুষের সমস্যা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *