বন্দে মাতরম গানের ১৫০ বছর পূর্তি উদযাপন

Spread the love

বন্দে মাতরম গানের ১৫০ বছর পূর্তি উদযাপন

সেখ সামসুদ্দিন, ৭ নভেম্বরঃ ১৮৭৫ সালের নভেম্বরের ৭ তারিখে ৩৭ বছরের এক মধ্যতারুণ্যের সাহিত্যিক নৈহাটিতে লিখে ফেললেন – বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জশীতলাং। এর সাত বছর পরে স্বাধীনতা সংগ্রামের মঞ্চ কাঁপিয়ে সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র যে আনন্দমঠ উপন্যাস লেখেন তাতে অন্তর্ভুক্ত করেন এই বন্দে মাতরম। আজ ২০২৫ সালে এই অমর রচনার দেড়শ বছর পূর্তি, যাকে জাতীয় স্তোত্র অভিধা দিয়েছেন ভারত সরকার। আজ কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে সাড়ম্বরে আজকের দিনটি পালিত হয়। প্রাত্যহিক সম্মেলনে শিক্ষক দীপ্তসুন্দর মুখোপাধ্যায় বলেন, কোন জাতি দেশকে মা রূপে, কোন জাতি পিতা রূপে সম্বোধন করে। বন্দে মাতরম এই দুই শব্দে যে ভারতমাতার বন্দনা করা হয়েছে তাঁর স্নেহচ্ছায়ায় ঐক্যবদ্ধ হয়েছিল আসমুদ্রহিমাচল ভারতবাসী। এবং প্রথম স্তবক সংস্কৃত ভাষার কারণে সকলের আদরণীয় হতে পেরেছিল।

প্রধানশিক্ষক রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত স্বনামধন্য ডঃ সুভাষচন্দ্র দত্ত বলেন, বন্দে মাতরম এমন এক উচ্চারণ যা আমাদের ছোটবেলাকে দেশপ্রেমে উষ্ণ করেছিল এবং আজও নিরন্তর সেই মহত্তম দেশনায়কের দেখানো পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *