বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান রামধনু পাবলিক স্কুলের কচিকাঁচাদের লোকপুরে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
খয়রাশোল ব্লকের লোকপুরে অবস্থিত রামধনু পাবলিক স্কুলের কচিকাঁচাদের নিয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় শুক্রবার রাতে স্থানীয় লোকপুর গার্লস জুনিয়র হাইস্কুল প্রাঙ্গণে ।
রামধনু পাবলিক স্কুলের সভাপতি সুনীল সাহা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন। অনুষ্ঠানে আকর্ষণ হিসেবে ছিল কচিকাঁচাদের কবিতা, গান, স্পোকেন ইংলিশ ক্লাস, সমাজ সচেতনতামূলক নাটক, নাচ, ব্রতচারী ইত্যাদি। উল্লেখ্য রাস্তার উপর গম , সরিষা ও ধান ঝাড়াই করার উদ্দেশ্যে ফেলে দেওয়া হয়। কিন্তু এধরনের রাস্তা অবরোধ করার জন্য অনেকেই দূর্ঘটনার কবলে পড়ে। সেই প্রেক্ষিতে একটি সমাজ সচেতনতা মূলক তথা সামাজিক নাটক মঞ্চস্থ হয়। যার ভাবনা
লেখা এবং নির্দেশনায় ছিলেন রামধনু পাবলিক স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ দত্ত। কচিকাঁচাদের উৎসাহ প্রদানের লক্ষ্যে অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠান জমজমাট হয়ে ওঠে। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রয়োজন বলে অভিভাবকদের মধ্যে অনেকেই অভিমত প্রকাশ করেন।
