দিল্লির বিষ্ফোরণ কান্ডে নিহতদের স্মরণে মোমবাতি মিছিল সাঁইথিয়া শহরে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
সম্প্রতি দিল্লিতে ঘটে যাওয়া মর্মান্তিক বিস্ফোরণে বহু নিরীহ মানুষের প্রাণহানি ঘটে। পাশাপাশি গুরুতরভাবে আহত হয়েছেন অনেকেই। উক্ত ঘটনায় সমগ্র দেশজুড়ে শোকের ছায়া। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গভীর শোক প্রকাশ ও নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় শুক্রবার সাঁইথিয়ায় একটি শান্তিপূর্ণ মোমবাতি মিছিল আয়োজন করা হয় বীরভূম পথপ্রদর্শক নাগরিক মঞ্চের উদ্যোগে। মিছিলটি সন্ধানী মোড় থেকে শুরু হয়ে পুরাতন বাস স্ট্যান্ড পর্যন্ত পরিক্রমা করে। ছাত্রছাত্রী, যুবসমাজ এবং সাধারণ মানুষ সহ শতাধিক ব্যক্তি মোমবাতি হাতে মিছিলে অংশগ্রহণ করেন। সকলের চোখে মুখে ছিল শোকের ছাপ। সকলের একটাই বক্তব্য—নিরাপত্তা নিশ্চিত হোক, এমন বিদারক ঘটনা যেন আর না ঘটে কোথাও।
মিছিল জুড়ে নীরবতা, সংহতি এবং মানবতার বার্তা ছড়িয়ে পড়ে। অংশগ্রহণকারীরা নিহতদের প্রতি নীরব শ্রদ্ধা নিবেদন করেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেন।সমাজের সমস্ত মানুষের মিলিত প্রতিবাদই অমানবিকতার বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি- সেই প্রেক্ষিতে এরূপ কর্মসূচি বলে জানা যায়।
মোমবাতি মিছিল মানবিক আবেদন, সংহতি ও প্রতিবাদের এক শক্তিশালী বহিঃপ্রকাশ হিসেবে সাঁইথিয়া শহরের মানুষের মনে গভীর দাগ কাটে। বীরভূম পথপ্রদর্শক নাগরিক মঞ্চের সম্পাদক প্রীতম দাস,
সভাপতি চিন্টু রায় থেকে শুরু করে আজমীর হোসেন, রিমা লোধ, রুমকি রায়, সৌমী দত্ত সকলেই একবাক্যে বলেন দিল্লি বিষ্ফোরণ কান্ডে জড়িতদের খুঁজে বের করা এবং ফাঁসি ই হচ্ছে তাদের উপযুক্ত শাস্তি।
