গড় রাইপুর হাই স্কুল মাঠে আদিবাসী জয় জোহার মেলা।

Spread the love

গড় রাইপুর হাই স্কুল মাঠে আদিবাসী জয় জোহার মেলা।

সাধন মন্ডল বাঁকুড়া:—পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে রাইপুর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির সহযোগিতায় গড় রাইপুর হাই স্কুল মাঠে তিন দিনের আদিবাসী জয় জোহার মেলা ও বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম জয়ন্তী উৎসব এর সূচনা হলো আজ শনিবার। প্রদীপ প্রজ্জ্বলন ও বিরসামুন্ডার প্রতিকৃতিতে মাল্য দানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মূর্মু রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক উদয় নারায়ন দে, রাইপুর পঞ্চায়েত সমিতি সভাপতি পদ্মিনী মূর্মু সহ-সভাপতি সঞ্জয় মন্ডল জাতীয় শিক্ষক জগবন্ধু মাহাতো মাঝি বাবা কার্তিক মুরমু, সন্তোষ মান্ডি,, সন্তোষ মূর্মু সহ ব্লকের আদিবাসী উন্নয়ন বিভাগের আধিকারিক অস্মিতা ঘোষ , জেলা পরিষদ সদস্য কালিপদ হাঁসদা, সুলেখা মাহাত, পূর্ত কর্মাধ্যক্ষ শান্তি মন্ডল , রাইপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পল্টু রজক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ সরকারের বেশ কিছু পরিষেবা প্রদান করা হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য কন্যাশ্রী সাইকেল প্রদান, জাতিগত শংসাপত্র প্রদান, স্কলারশিপ প্রদান, ধামসা মাদল সহ বিভিন্ন পরিষেবা প্রদান করা হয়। মেলা চলবে আগামী সোমবার পর্যন্ত তিনদিনের এই মেলায় বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বলে জানালেন রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক উদয়নারায়ন দে। বিধায়ক মৃত্যুঞ্জয় মর্ম বলেন বিরসা মুন্ডা কে আমরা ভগবান রুপে পূজা করি, স্বাধীনতা সংগ্রামে তার ইতিহাস উপস্থিত দর্শকদের সামনে তুলে ধরা হয় অনুষ্ঠান মঞ্চে বেশ কিছু ছাত্র ছাত্রী উপস্থিত হয়েছিল বিরসা মুন্ডা সম্পর্কে তাদের সম্যক জ্ঞান দেওয়ার চেষ্টা করা হয়েছে। আজকালের ছেলেমেয়েরা স্বাধীনতা সংগ্রামীদের কথা সেভাবে জানছে না এটা তাদের জানানো দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *