বাঁকুড়া জেলা বিজেপির জনজাতি গৌরব দিবস উদযাপন রাইপুরে।
সাধন মন্ডল বাঁকুড়া:-আদিবাসী জনজাতি গৌরব দিবস ও বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপন ভারতীয় জনতা পার্টির বাঁকুড়া সাংগঠনিক জেলা কমিটির আদিবাসী সেল এর উদ্যোগে রাইপুর সবুজ বাজারে ট্রেকার স্ট্যান্ডে। আদিবাসীদের মিছিল রায়পুর বাজার পরিক্রমা করে সবুজ বাজারে পণ্ডিত রঘুনাথ মুর্মু ও সিধু কানুর মূর্তিতে মাল্য দানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় উপস্থিত ছিলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জী সহ দলীয় নেতৃত্ব সুধাংশু হাঁসদা, দীপক দাস, ক্ষেত্র মোহন হাঁসদা ,মালতি মুর্মু ,সুভাষ ডাঙ্গর, মুচি রাম দুলে পারসি মুরমু , সান্তনা দুলে প্রমুখ। জেলা সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জী সহ সমস্ত বক্তারা বিরসা মুন্ডার জীবনী নিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন।
