ছাত্রছাত্রীদের থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্ট
সেখ সামসুদ্দিন, ১৯ নভেম্বরঃ বুধবার বাঁকুড়ার মেজিয়া বয়েজ হাইস্কুলে ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার এন্ড নেচার অর্গানাইজেশনের উদ্যোগে স্কুলের ছাত্রছাত্রীদের থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্ট করা হয়। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটের সহায়তায় মেজিয়া বয়েজ হাইস্কুলের প্রায় ১০০ জনের থালেসেমিয়া স্ক্রিনিং টেস্ট করা হয়। এর আগে মেজিয়া বয়েজ হাইস্কুলে ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার এন্ড নেচার অর্গানাইজেশনের উদ্যোগে বাঁকুড়া লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হয়। আজ ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে প্রয়োজন মাফিক পাওয়ার ও লেন্স সহ চশমা তুলে দেওয়া হয় স্কুলের শিক্ষক অভিজিৎ ঘোষের হাতে। ঐ স্কুলের দুই শিক্ষক এই সংঘঠনের মেম্বার হয়ে এগিয়ে আসেন ছেলেমেয়েদের মধ্যে সচেতনতার কাজে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্কুলের ছাত্রছাত্রীদেরকে থ্যালাসেমিয়া রক্ত পরীক্ষাতে উৎসাহিত করেন। উক্ত অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, শিক্ষিকা তাদের মূল্যবান বক্তব্য রাখেন। ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার এন্ড নেচার অর্গানাইজেশনের সেক্রেটারি স্বপ্না বরাট স্কুলের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে থ্যালাসেমিয়া রোগ সম্মন্ধে তার প্রতিকারের বিষয়ে বিশদ আলোচনা করেন। স্কুলের কয়েকজন ছাত্রছাত্রীও এই বিষয়ে বক্তব্য রাখে। এছাড়াও একটি চন্দন বৃক্ষের থ্যালাসেমিয়া বৃক্ষ নাম দিয়ে রোপণ করা হয় স্কুলের প্রাঙ্গনে।
