অপরাধ দমনে সক্রিয় ভাতার পুলিশ

Spread the love

আমিরুল ইসলাম,

ছিনতাই ও অপহরণ করে মুক্তিপণের দাবিতে ভাতারের বামশোর গ্রাম থেকে গ্রেপ্তার এক।
মঙ্গলবার অপহরণ হওয়া ওই ব্যক্তি ভাতার থানায় জানালেন পুলিশের তৎপরতায় আমি দারুন ভাবে খুশি।

মঙ্গলকোটের বামুন গ্রামের প্রাণগোপাল মন্ডল তিনি ভাতারের কামারপাড়া এলাকায় গত ইংরেজি ১৭/১০/ ২০২৫ তারিখে বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছিলেন।
ওই এলাকায় দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজনের ব্যক্তিকে দেখতে পেয়ে তিনি জিজ্ঞেস করেন যে বনপাস যাব কোন দিকে।
এরপর উনাকে ঠিকানা বলব বলে নির্জন এলাকায় নিয়ে যান ছয় জন ব্যক্তি।।
তার কাছে থাকা টাকা পয়সা ও সোনার কিছু গহনা ছিনতাই করে নেয় এবং তাকে আটকে রেখে মুক্তি পনের দাবি করে ওই ৬ জন ব্যক্তি বলে অভিযোগ।
পরেরদিন অর্থাৎ ১৮ তারিখে তিনি এ বিষয়ে ভাতার থানায় লিখিত অভিযোগ করেন।
পুলিশ অভিযোগের ভিত্তিতে দোষীদের চতুর্দিকে খোঁজাখুঁজি করছিল গতকাল রাত্রে ভাতারের বামশোর গ্রাম থেকে পুলিশ গ্রেপ্তার করে সেখ জিয়ারুল ওরফে টোকাই কে।
বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
ধৃত ব্যক্তিকে মঙ্গলবার পাঠানো হলো বর্ধমান আদালতে।

পুলিশের এই সফলতায় খুশি প্রাণ গোপাল মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *