প্রবীণ নাগরিকদের নিয়ে কর্মসূচি আইনি পরিষেবা কর্তৃপক্ষর।
পূর্ব বর্ধমান জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষ এর উদ্যোগে ও বর্ধমান সহযোদ্ধার সহযোগিতায় প্রবীণ নাগরিক তথা প্রণাম সদস্যদের জন্য কয়েকটি আইনি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে ।
এই অনুষ্ঠানে ” সংসার ” নামক একটি নাটকের মাধ্যমে প্রবীণ নাগরিকদের মেনটেনেন্স এন্ড ওয়েল ফেয়ার অফ পেরেন্টস এন্ড সিনিয়র সিটিজেন অ্যাক্ট ২০০৭ -সহ সংশ্লিষ্ট বিভিন্ন আইনের অধীনে তাঁদের অধিকার ও প্রাপ্য সুরক্ষা সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয় ।
এছাড়াও প্রবীর নাগরিকদের জন্য একটি হেলথ চেকআপ ক্যাম্প করা হয় এবং জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষের সচীব মাননীয়া সুতপা মল্লিক মহাশয়া প্রবীণ নাগরিকদের ফুল ও উত্তরীয় দিয়ে সমাজের পাশে থেকে তাঁদের সুরক্ষা, সম্মান ও অধিকার নিশ্চিত করার প্রতি অঙ্গীকার তাদের কাছে তুলে ধরেন।
