হাজার বাধা পেরিয়ে মহিলা ফুটবল রেফারি হিসেবে গুসকরার গর্ব হামিরা, জেনে নিন তাঁর প্রাপ্তির কাহিনি

Spread the love

হাজার বাধা পেরিয়ে মহিলা ফুটবল রেফারি হিসেবে গুসকরার গর্ব হামিরা, জেনে নিন তাঁর প্রাপ্তির কাহিনি

প্রত্যুষ চক্রবর্তী,

দেশ স্বাধীন হয়েছে বহু বছর, তবুও ফুটবল—বিশেষ করে মহিলা ফুটবল—ভারতে আজও কাঙ্ক্ষিত উন্নতি অর্জন করতে পারেনি। সেই বাস্তবতার মধ্যেই প্রত্যন্ত গুসকরার আলুটিয়া এলাকা থেকে উঠে এসে এক অসাধারণ সাফল্যের নজির গড়লেন ২২ বছরের হামিরা আনসারি। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (ওয়েস্ট বেঙ্গল) তাঁকে মহিলা বিভাগের সেরা সহকারী রেফারি সম্মানে ভূষিত করেছে। এই সম্মান যেমন তাঁর ব্যক্তিগত সাফল্য, তেমনই গর্বের গুসকরা শহরের।গত ১৬ই নভেম্বর, কলকাতার ঐতিহাসিক টাউন হলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে আইএফএ, পশ্চিমবঙ্গের পক্ষ থেকে হামিরাকে সম্মান জানানো হয়। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তাঁর হাতে পুরস্কার তুলে দেন।ছোটবেলা থেকেই মাঠের প্রতি টান ছিল হামিরার। ফুটবল তো বটেই, বিভিন্ন খেলাতেই দক্ষতা দেখিয়েছেন তিনি। ডিসকাস থ্রো-তে রাজ্যের প্রতিনিধিত্বও করেছেন। গত বছর শারীর শিক্ষা নিয়ে কলেজের পড়াশোনা শেষ করেন। দু’ বছর আগে রেফারিংকে পেশা হিসেবে বেছে নেন—সেই পথই আজ তাঁকে এনে দিয়েছে বড় মাপের স্বীকৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *