ভাতারে স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির
সেখ রাজু
স্বর্গীয় যাদব নারায়ণ সামন্তের স্মৃতির উদ্দেশ্যে কৃষি সমন্বয় ফার্মাস প্রডিউসার কোম্পানী লিমিটেডের তরফে পূর্ব বর্ধমানের ভাতারের কামারপাড়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় । আকস্মিক দুর্ঘটনা, থ্যালাসেমিয়া রোগী সহ বিভিন্ন সময়ে রক্তের প্রয়োজনীয়তা প্রতিনিয়ত লক্ষণীয় । জীবনদায়ী এই মহতী কর্মদ্যোগে বনপাস গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য স্বর্গীয় যাদব নারায়ণ সামন্তের স্মৃতি বিন্যাস এক স্মরণীয় পদক্ষেপের মাধ্যমে তুলে ধরা হয় ।
কৃষি সমন্বয় ফার্মাস প্রডিউসার কোম্পানী লিমিটেডের পরিচালনায় এবং পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সম্পাদক নয়ন সামন্তের সহযোগিতায় রক্তদান শিবিরে পঞ্চাশের বেশি রক্তদাতা রক্তদান করেন । প্রয়াত যাদব বাবুর প্রতিকৃতিতে মাল্যদান করে নীরবতা পালনের মাধ্যমে প্রয়াত যাদব নারায়ণ সামন্তের প্রতি শ্রদ্ধার্ঘ্য ও প্রণাম নিবন্ধন করেন উপস্থিত ব্যক্তিত্বরা । জানা গেছে প্রয়াত যাদব নারায়ন সামন্ত কিছুদিন পূর্বে আকস্মিক পথ দুর্ঘটনায় মারা যান । এর পরেই সমগ্র বনপাস এলাকা জুড়েই শোকের ছায়া নেমে আসে । তিনি বনপাস গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সক্রিয় সদস্য ছিলেন ।
