ক্রিস্টাল ক্রপ প্রোটেকশন লিমিটেড কোম্পানির জোড়ি দমদার, ফলন চমৎকার ।
সেখ রাজু,
ক্রিস্টাল ক্রপ প্রোটেকশন লিমিটেড কোম্পানির তরফ থেকে পূর্ব বর্ধমানের ভাতারের কুবাজপুর গ্রামে এলাকার কৃষকদের নিয়ে কৃষি সম্পর্কিত আলোচনা সভার আয়োজন করা হয় । ধানের বীজ শোধন থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত ধান গাছের বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন রোগ নিরাময়ে মেনটোর, অ্যাজোট্রিক্স, টিল্ট, বায়োব্লু ডি 27, সিকোসা, কোলার, বাভিস্টিন, তলোয়ার জিঙ্ক সুপার – 14 সহ বিভিন্ন ঔষধের সম্ভারে ভরপুর ক্রিস্টাল ক্রপ প্রোটেকশন লিমিটেড কোম্পানি । ধান গাছের পাশ কাটি ছাড়ার শেষ হওয়ার মুহূর্তে অর্থাৎ পতাকা পাতার যত্ন ও ধানের গর্ভ অবস্থায় রোগ নিয়ন্ত্রক মেনটর এবং ধানের শীষ বেরোনোর সময় অর্থাৎ শীষের যত্ন ও ঝলসা রোগের নিয়ন্ত্রণ অ্যাজোট্রিক্স ঔষধ প্রয়োগ করে কুবাজপুর এলাকার বেশ কিছু কৃষকের জমিতে ধান চাষের প্রদর্শনী ক্ষেত্র তৈরি করা হয় । ক্রিস্টাল ক্রপ প্রোটেকশন লিমিটেড কোম্পানির ঔষধ ব্যবহার করে জড়ি দমদারের ফলন এবং কৃষকদের নিজেদের চিন্তায় ধান চাষ করার পর সেই জমির ফলন এই দুইয়ের মধ্যে পার্থক্য তুলে ধরেন উপস্থিত কৃষি বিশেষজ্ঞরা । ক্রিস্টাল জোড়ি পতাকা পাতার স্বাস্থ্য, সুস্থতা ও সবুজোতা, শীষের দৈর্ঘ্যের পরিমাণ, দানার সংখ্যা ও শীষের ওজনের প্রভাব, শীতের চিটে দানার গণনা সহ বিভিন্ন দিক সাধারণ কৃষকের প্রদেয় ঔষধ এবং ক্রিস্টাল ক্রপ প্রোটেকশন লিমিটেড কোম্পানির ঔষধের ব্যবহার করে ধানের কি পার্থক্য সে দিক হাতেনাতে তুলে ধরা হয় । উপস্থিত ছিলেন ক্রিস্টাল ক্রপ প্রটেকশন লিমিটেড কোম্পানির মার্কেটিং হেড প্রবীন গড়, প্রোডাক্ট পোর্টফলিও ম্যানেজার রমন শর্মা, জোনাল বিজনেস ম্যানেজার সোমনাথ সাহা, জোনাল মার্কেটিং ম্যানেজার সন্দীপ সাহা, রিজিওনাল বিজনেস ম্যানেজার সৌরভ গাঙ্গুলী, টেরিটোরি ম্যানেজার সুপ্রিয় ঘোষ সহ অগনিত কৃষকরা ।
